ইউএন ওমেন
ইউএন ওমেন বা জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা জাতিসংঘের অধীন একটি সংস্থা যা নারীর ক্ষমতা আনয়নে কাজ করে।২০১১ সালের জানুয়ারিতে এই সংস্থাটি কাজ শুরু করে। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এর প্রথম নির্বাহী পরিচালক ছিলেন। বর্তমান নির্বাহী পরিচালকের নাম ফুমজিল মিয়াম্বো।
ইউএন ওমেন জাতিসংঘ উন্নয়ন গ্রুপের একটি সদস্য। উইকিপিডিয়া দ্বারা উপলব্ধ
-
1প্রকাশিত 2013“…UN Women…”
গ্রন্থ